বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে। বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের নির্বাচনী আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।
এ তথ্য নিশ্চিত করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, নুরুল হক নুর ও রাশেদ খানের আসন নিয়ে বিএনপির সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। তবে সমঝোতা হলেও গণ অধিকার পরিষদ নিজস্ব প্রতীক ট্রাকেই নির্বাচনে অংশ নেবে।
আবু হানিফ আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি সরকার গঠন করলে নুরুল হক নুরকে মন্ত্রিত্ব দেওয়াসহ আরও কয়েকটি বিষয়ে আশ্বাস দিয়েছে দলটি। তিনি বলেন, ‘দুটি আসনে আমাদের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে। এর পাশাপাশি নুরুল হক নুরকে মন্ত্রিত্ব, উচ্চকক্ষে একটি আসন এবং সংরক্ষিত একটি নারী আসন দেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছে।’
তিনি আরও জানান, গণ অধিকার পরিষদ ৩০০ আসনেই প্রার্থী দেবে এবং দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব প্রার্থীই দলীয় প্রতীক ট্রাক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত