হাদি হত্যার বিচার না হলে রাজপথ উত্তাল হবে-রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। শনিবার বিকেলে নগরীর ব্যস্ততম তালাইমারি মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পৃথক অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাদি হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত রাজনৈতিক হত্যা’ আখ্যা দিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবস্থান চলাকালে আন্দোলনকারীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রেদোয়ান সিদ্দিকী বলেন,
“শহীদ হাদির হত্যাকারীরা ইতোমধ্যেই চিহ্নিত। তারা শুধু একটি দলের নয়। এই হত্যাকাণ্ডের পেছনে ভারতও জড়িত। তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে রাজশাহী থেকে আরও কঠোর আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।”
এদিকে আন্দোলন ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে দুপুর থেকেই নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয় ও বাসভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও বাড়ানো হয় নজরদারি।
শিক্ষার্থীদের এ কর্মসূচিকে কেন্দ্র করে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়-সে দিকে এখন তাকিয়ে রাজশাহীবাসী।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত