কক্সবাজারের টেকনাফের ক্যাম্পের ভয়াবহ অগ্নিকান্ডে রোহিঙ্গাদের ৪০ টি বসতি-ঘর পুড়ে গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্প মাঝি আমিনুল ইসলাম। তিনি বলেন, হঠাৎ করে রাত আনুমানিক ১১ টার দিকে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। আধা ঘণ্টা পরে পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে আনুমানিক ৪০ বসতি-ঘর পুড়ছে বলে জানা গেছে। বিস্তারিত কয়টি ঘর পুড়ছে এখনো জানা যায়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার বিষয়টি জেনেছি। কিভাবে আগুন লাগছে সেটা এখনো জানা যায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও স্থানীয় রোহিঙ্গা সহ পুলিশের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত