নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় কাঁকফো গ্রামে ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের কাঁকফো পুরাতনপাড়ায় দীর্ঘদিনের চলাচলজনিত দুর্ভোগ লাঘবে বাগাতিপাড়া ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
রাস্তাটির উদ্বোধন করেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফজলুল হক, বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু, সাবেক ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, আজিজ মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। রাস্তা ও কালভার্ট নির্মাণ, হাট-বাজার উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। কাঁকফো গ্রামের এই ইটের সোলিং রাস্তা সেই উন্নয়ন উদ্যোগেরই অংশ। ভবিষ্যতেও উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা রাস্তা নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানান।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত