প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৭:১৯ পি.এম
আ. লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে এসে কর্মী আটক
স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মনোনয়ন জমা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন দলটির এক কর্মী। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়ায়। মনোনয়নপত্রটি জমা দেওয়ার বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব ওরফে এস এম মুজিবুর রহমানের নামে মনোনয়নপত্র সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এস এম মুজিবুর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেন মাগফুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মী। পরে বিষয়টি জানাজানি হলে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এস এম মুজিবর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত