ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে প্রতিযোগিতা। জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন, ১৬টি মনোনয়ন দাখিল সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (৪৩) আসনে ৬ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনে ১০ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (৪৫) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন দাখিলকারীদের মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি, কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা।
বিশেষ করে বিএনপি সমর্থিত একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল। অপরদিকে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সক্রিয় উপস্থিতি নির্বাচনী মাঠে ভিন্ন মাত্রা যোগ করেছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপরই শুরু হবে প্রতীক বরাদ্দ ও পূর্ণাঙ্গ নির্বাচনী প্রচারণা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাঁপাইনবাবগঞ্জে এবারের নির্বাচন হতে যাচ্ছে বহুমাত্রিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
এদিকে ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে, বাড়ছে রাজনৈতিক হিসাব-নিকাশ। সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই নির্বাচনী লড়াই জমে উঠতে শুরু করেছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত