রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুরের একটি মেস থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ছাত্রীর নাম লামিসা নওরীন পুষ্পিতা (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২০২৫ সেশনের এবং জুলাই-৩৬ হলের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন।
সহপাঠীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুরের লেবুবাগান এলাকার একটি মেসে গলায় ফাঁস দেন ওই শিক্ষার্থী। সহপাঠীরা দেখে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বর্তমানে লাশ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। তিনি ঝিনাইদহের কুদরত উল্লাহ বিপ্লবের মেয়ে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, ‘ওই ছাত্রীর বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি রওনা করেছেন। প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের সদস্যরা আসার পর তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশ হস্তান্তর করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, মেসের অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত