চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আমদানি নিয়ন্ত্রিত ১ হাজার ২৪০ কার্টন সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। এসব কার্টনে ২ লাখ ৪৮ হাজার শলাকা সিগারেট ছিল যা দুবাই থেকে আনা হয়। বুধবার রাতে এসব সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হাউসের এআইআর শাখার সহযোগিতায় এয়ারপোর্ট ‘বি’ শিফট সিগারেটের এ চালান জব্দ করে। দুবাই থেকে আসা যাত্রী মিনহাজুল করিমের ব্যাগেজ থেকে ২০০ কার্টন, মিনহাজুল ইসলামের ব্যাগেজ থেকে ৩৫০ কার্টন এবং পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয় ৬৯০ কার্টন।
সিগারেটের চালানটি চট্টগ্রাম কাস্টমস হাউসের গুদামে জমা করা হয়েছে। কাস্টমস আইন অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত