চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৬) সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মোট ৬৬ বোতল ভারতীয় মদ ও ১১টি গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, ফতেপুর বিওপি’র টহলদল শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। একইভাবে রঘুনাথপুর বিওপি’র টহলদল দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে আরও ২৯ বোতল মদ উদ্ধার করে।
অন্যদিকে, মাসুদপুর বিওপি’র টহলদল মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৩টি গরু, মনাকষা বিওপি’র টহলদল সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু এবং বাখেরআলী বিওপি’র টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়ারচর গ্রাম থেকে ৭টি গরু জব্দ করে।
জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা। উদ্ধার করা মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানগুলোর সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।” তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত