প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৩:০৯ পি.এম
তারেক রহমান জুমার নামাজ আদায় করলেন নৌবাহিনীর হেডকোয়ার্টারে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি রাজধানীর নৌবাহিনীর হেডকোয়ার্টারে অবস্থিত মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজে অংশ নেন। নামাজ শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে তারেক রহমানের জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার প্রকাশ্য ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। নামাজের সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যেও ছিল স্বতঃস্ফূর্ততা ও কৌতূহল। শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে নামাজ আদায় সম্পন্ন হয়।নামাজ শেষে মোনাজাতে তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতি, মানুষের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ কামনা করেন।
পাশাপাশি তিনি মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির জন্য দোয়া করেন। উপস্থিত অনেকেই জানান, দোয়ার সময় তারেক রহমান ছিলেন গভীর মনোযোগী ও ভাবগম্ভীর। তার এই উপস্থিতি ধর্মীয় পরিবেশে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত