প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৩:১৬ পি.এম
স্ত্রীকে জোরপূর্বক নিতে এসে শ্বশুরকে গাড়িচাপা, জামাতা গ্রেপ্তার
নীলফামারীর কিশোরগঞ্জে মেয়েকে জোর করে বাবার বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে জামাতার প্রাইভেটকারের ধাক্কায় শ্বশুর নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুড়াকুটি গ্রামের ঘোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম ইনতাজুল ইসলাম (৬০)। এ ঘটনায় এলাকাবাসী ধাওয়া দিয়ে জামাতা আবু তাহেরকে (৩৫) প্রাইভেটকারসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক তাহের একই ইউনিয়নের পাগলাটারী গ্রামের মজিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র জানায়, প্রথম স্ত্রী মিষ্টি (২৫) জীবিত থাকা অবস্থায় আবু তাহের প্রেমের সম্পর্ক গড়ে তুলে ইনতাজুল ইসলামের মেয়ে রেজেকা ইসলামকে (২২) দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে শুক্রবার সকালে রেজেকা ইসলাম তার স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। জুমার নামাজের সময় আবু তাহের তার প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারে করে শ্বশুরবাড়িতে যান।সেখানে তিনি ক্ষমা চেয়ে দ্বিতীয় স্ত্রী রেজেকা ইসলামকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে মসজিদ থেকে বের হয়ে ইনতাজুল ইসলাম ও তার ছোট মেয়ে নার্গিস বেগম প্রাইভেটকারটির গতিরোধ করতে রাস্তায় দাঁড়ান। এলাকাবাসীর অভিযোগ, এ সময় প্রাইভেটকারের ধাক্কায় ইনতাজুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে প্রাইভেটকারসহ জামাতা আবু তাহেরকে আটক করে কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করেন। নিহতের ছোট মেয়ে নার্গিস বেগম বলেন, ‘আমার বাবাকে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কুদ্দুছ বলেন, ‘ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত