ফরিদপুর শহরের বাইপাস সড়কে অজ্ঞাতনামা গাড়ির চাপায় কাজী ওলি আহসান (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী মো. তানজির মাহমুদ গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদরের বাইপাস সড়কের গোয়ালকান্দি জাহিদ মোটরসের সামনে ফরিদপুর-ভাঙ্গা–ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি সদর উপজেলার দেওরা গ্রামের কাজী আবুল কাসেমের ছেলে এবং আহত ব্যক্তি ওই এলাকার মো. নজরুল ইসলাম ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহর থেকে মুন্সি বাজারের দিকে যাওয়ার সময় একটি Yamaha-MT মোটরসাইকেলকে (রেজি. নং ফরিদপুর-ল ১১-৭৭৪৯) অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ি পাশ থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক কাজী ওলি আহসানকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া মোটরসাইকেলের আরোহী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পলাতক গাড়িটি শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত