চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘প্রভাবমুক্ত ও নিরপেক্ষ পরিবেশ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের ভিন্নমুখী বক্তব্য নতুন করে আলোচনা শুরু হয়েছে । শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পছন্দের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের তালিকা রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হচ্ছে—এমন তথ্য তিনি শুনেছেন। বিষয়টি সত্য হলে তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বড় অন্তরায় বলে মন্তব্য করেন তিনি। হারুনুর রশীদ বলেন, “যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত-সে ব্যক্তি ডাক্তার, ব্যাংক কর্মকর্তা বা শিক্ষক যেই হোন না কেন—তাদের কোনো অবস্থাতেই প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া উচিত নয়। এমন হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।”

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনের কর্মকর্তাদের সব প্রার্থীর সঙ্গে সমান আচরণ করতে হবে। বুলবুল বলেন, “কিছু বিষয় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনেছি। সেগুলো আপাতত গণমাধ্যমে আনতে চাই না। আশা করছি, আগামী দিনগুলোতে পরিস্থিতি ইতিবাচক হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন জানান, এখন পর্যন্ত প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ তাঁর কাছে জমা পড়েনি।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনটি জেলার গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর একটি। ফলে নির্বাচন ঘিরে প্রশাসনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত