বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় নাছিমা বেগম (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নাছিমা নওগাঁর রানীনগরের লোহাচূড়া গ্রামের মৃত কায়েস উদ্দীনের স্ত্রী।
শনিবার (৩ জানুয়ারি) ভোরে সান্তাহার রেলওয়ে থানাধীন ছাতিয়ানগ্রামের বড়ইতলী নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। তবে পরিবারের দাবি, নিহত নাছিমা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেল পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হয়ে নাছিমা বেগম রেললাইন ধরে হাঁটছিলেন।
শনিবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটি উল্লেখিত স্থানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তার মাথা ফেটে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত