র্যাবের পরিচয় ব্যবহার করে সাইবার প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মারুফ হোসেনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গিবাদ, সন্ত্রাস, অস্ত্র, মাদক, ছিনতাই, অপহরণ ও সাইবার অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে র্যাবের ছদ্মবেশ ধারণ করে সংঘটিত প্রতারণার ঘটনাটি তদন্তে নেয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ ইসমাইল চৌধুরী রাসেল (৩৭) পেশায় একজন গার্মেন্টস প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুজ্জামান খানের কাছে ফোন করে নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে শীতবস্ত্র বিতরণের কথা বলে অর্থ সহায়তা দাবি করে। সরল বিশ্বাসে চেয়ারম্যান একটি ডাচ-বাংলা ব্যাংক একাউন্টে ৫ লাখ টাকা প্রদান করেন। পরে ওই নম্বরে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ব্যবস্থাপক ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন (মামলা নং-০৫, তারিখ-০১/০১/২০২৬; ধারা-১৭০/৪২০/৪০৬/৩৪ পেনাল কোড)। ঘটনার পর ছায়া তদন্তে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সদর কোম্পানি রাজশাহী এবং র্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জের যৌথ অভিযানে ৩ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা ৫০ মিনিটে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর বাইপাস সড়ক এলাকা থেকে প্রতারণা চক্রের মূলহোতা মোঃ মারুফ হোসেন (২৯), পিতা- রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মারুফ হোসেন প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত