চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করেছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ এমাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় শুক্রবার (৩ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮ দিকে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বৈরাগীপাড়া গ্রামে। এ সময় অভিযুক্ত মোঃ আব্দুল মান্নান (৩০), পিতা- মৃত আলীম হোসেন ও কালুর দক্ষিণ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৬০ (ষাট) বোতল ফেয়ারডিল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মান্নান সাহাপাড়া বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত