প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ৯:০২ পি.এম
মাটিভর্তি ট্টাক্টরসহ এক্সাভেটর মেশিন ফেলে পালালো ভূমিদস্যুরা
চাঁপাইনবাবগঞ্জের বাবু ডাইং ও হোসেন ডাইং এলাকায় পাহাড় ও ফসলী জমির কাটার অভিযোগে অভিযান চালিয়ে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ এক্সাভেটর মেশিন জব্দ করেছে প্রশাসন। সোমবার (০৫ জানুয়ারী) দুপুর ২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ডাইং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
জানা যায়, গত প্রায় ২০ দিন ধরে বাবু ডাইং এলাকায় থাকা প্রাকৃতিক টিলা ও পাহাড় কাটছিল নয়াগোলা এলাকার স্থানীয় ভূমিদস্যু ফারুক হোসেন। পাশাপাশি হোসেন ডাইং এলাকায় ফসলী জমির টপ সয়েল বা উপরিভাগ কাটছিল তারা। এনিয়ে অভিযোগ পাওয়ার পর অভিযানে যায় স্থানীয় প্রশাসন। এসময় মাটিভর্তি গাড়ি ও এক্সাভেটর মেশিন ফেলে পালিয়ে যায় ভূমিদস্যুরা। পরে এসব গাড়ি ও মেশিন জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ মুঠোফোনে সময় সংবাদকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় জড়িতরা পালিয়ে যায়। পরে মাটিভর্তি ট্রাক্টর ও এক্সাভেটর মেশিন জব্দ করে ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত