নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে।উপজেলার ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে দীর্ঘদিনের চলাচলজনিত দুর্ভোগ লাঘবে ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।বাগাতিপাড়া ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি শ্রীরামপুর পুরাতনপাড়া এলাকার মানুষের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সোমবার (৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন, ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাজাহান আলী।এ সময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সহ-যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আদম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষ্যে রাস্তা ও কালভার্ট নির্মাণ, হাট-বাজার উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।”তিনি আরও বলেন,“শ্রীরামপুর গ্রামের এই ইটের সোলিং রাস্তা আমাদের চলমান উন্নয়ন কার্যক্রমেরই একটি অংশ। ভবিষ্যতেও বাগাতিপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামকে উন্নয়নের আওতায় আনার লক্ষ্যে কাজ অব্যাহত থাকবে।”স্থানীয় বাসিন্দারা রাস্তা নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তার কারণে বর্ষা মৌসুমে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত