বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর ছাত্রদল।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর সোনাদীঘি মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে পথচারী ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় । রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ শান্ত, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আকতারুল হাসান অপু, মজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, হীরা সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রেখে যাওয়া পবিত্র আদর্শ ও আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকেই অগ্রণী ভূমিকা নিয়ে পালন করতে হবে।”তিনি আরও বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া আজীবন আপসহীন নেতৃত্ব দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন। সাধারণ মানুষের কথা চিন্তা করেই তিনি রাজনীতি করেছেন। তাঁর সেই আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে ছাত্রদলকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত