চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। র্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প) এর অভিযানে শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া (মুসলিমপাড়া) এলাকা থেকে ৪১৭ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল (FAIRDYL/Phensedyl) জব্দ করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া (মুসলিমপাড়া) গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে স্থানীয় এক বাড়ির দক্ষিণ পাশের খড়ের কক্ষের ভেতরে পাটের বস্তায় লুকিয়ে রাখা ৪১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও অপরাধ দমনে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।এ বিষয়ে র্যাব-৫ মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করা হয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত