একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু—শুনতেই হৃদয় ভারী হয়ে আসে। বাস্তবে ঠিক এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রাম। ১২ ঘণ্টার ব্যবধানে দীর্ঘ দাম্পত্য জীবনের দুই সঙ্গী চিরবিদায় নিলেন, রেখে গেলেন শোকস্তব্ধ পরিবার আর কান্নায় ভেজা গ্রাম।
বৃহস্পতিবার (তারিখ) ভোর আনুমানিক ৫টার দিকে মনপুরা গ্রামের বাসিন্দা জাফর মিয়া (৭০) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন তার সহধর্মিণী নাজমা বেগম (৫৫)। জীবনের দীর্ঘ সময়ের সঙ্গীকে হারানোর শোক কোনোভাবেই সামলাতে পারছিলেন না তিনি।
স্বজনদের ভাষ্য, স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই নাজমা বেগম বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। চোখের পানি আর বুকভাঙা কান্নায় কাটছিল তার সময়। অবশেষে স্বামীর মৃত্যুর মাত্র ১২ ঘণ্টা পর, বিকেল প্রায় ৫টার দিকে তিনিও শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্থানীয়দের ধারণা, স্বামীর গভীর শোকই কেড়ে নিয়েছে স্ত্রীর প্রাণ। একই দিনে এই দম্পতির মৃত্যুর খবরে পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে যায়। শোকের ছায়া নেমে আসে মনপুরা গ্রামে।
মৃত দম্পতির দুই ছেলে ও দুই মেয়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির আঙিনা। বাবা-মাকে একই দিনে হারিয়ে তারা বাকরুদ্ধ—শোকের ভাষা যেন হারিয়ে ফেলেছেন সবাই।
স্থানীয় ইউপি সদস্য কাউছার প্রধান বলেন, “একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর। স্বামীর শোকে স্ত্রীর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। সন্তানদের কীভাবে সান্ত্বনা দেব, সেই ভাষাও আমাদের জানা নেই।”
একসঙ্গে জীবনের পথ চলা, আর একসঙ্গেই চিরবিদায়-মনপুরার এই দম্পতির গল্প যেন ভালোবাসা আর শোকের এক নীরব দলিল হয়ে রইল।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত