চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি ) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় টানা চারটি পৃথক অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে। অভিযানে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত গ্রাম থেকে চোরাচালানের উদ্দেশ্যে আনা ভারতীয় গরুগুলো আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির আওতায় শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ৬টি এবং ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি গরু জব্দ করা হয়। এছাড়াও মাসুদপুর বিওপির আওতায় মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি এবং ওয়াহেদপুর বিওপির আওতায় সূর্যনারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম থেকে আরও ২টি ভারতীয় গরু উদ্ধার করা হয়।
জব্দকৃত ১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত গরুগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা তৎপর। শীত মৌসুমে চোরাচালান তৎপরতা বাড়ার আশঙ্কায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্তে ভোর থেকে চালানো টানা অভিযানে বিজিবির এমন সাফল্যে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত