চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলার ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় বিএনপি কার্যালয় চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দি-চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃআব্দুল ওয়াহেদের সভাপতিত্বে জেলার বিভিন্ন খাতের ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহব্বায়ক মোঃ তসিকুল ইসলাম তসি,বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন ও আনোয়ার হোসেন, আ লহাজ্ব মোঃ শামসুল আলম,চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি। সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহব্বায়ক মোঃ তবিউল ইসলাম তারিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জেলার বাণিজ্যিক সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে সোনামসজিদ স্থলবন্দরকে আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য কার্যকর সুযোগ সৃষ্টির জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। এ জেলার কৃষি খাত, বিশেষ করে আমসহ কৃষিপণ্যভিত্তিক শিল্প, আধুনিক পৌরসভা ব্যবস্থা, উন্নত যোগাযোগ অবকাঠামো এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার মাধ্যমে জেলার সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি ব্যবসায়ী ও শিল্পপতিদের স্বার্থ রক্ষায় এবং বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, সোনামসজিদ স্থলবন্দরকে আধুনিক ও গতিশীল করা গেলে দেশের অর্থনীতির পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এজন্য সরকার ও সংশ্লিষ্ট সকল মহলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ জেলার বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এবং অংশগ্রহণকারীরা জেলার অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত