মেহেরপুরের মুজিবনগরে বালিবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাঁধন মন্ডল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ভবেরপাড়া–সোনাপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বাঁধন মন্ডল মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের বাসিন্দা এবং শিবাস্তিন মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধন মন্ডল নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কেদারগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ভবেরপাড়া–সোনাপুর সড়কে পৌঁছালে হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা বালিবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালিবোঝাই ট্রাকটি আটক করে থানার হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে আকস্মিক এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের মাতম চলছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত