পাবনা জেলার দুইটি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রেখে শনিবার (১০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইসির প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ এবং ৬৯ পাবনা-২ আসনের সীমানা সংক্রান্ত একটি মামলা বিচারাধীন থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দুই আসনের নির্বাচনী কার্যক্রম আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর-১৭,০০,০০০০,০৩৪,৩৬,০০৯,২৫-৩৬৭ অনুযায়ী জানা যায়, সীমানা নির্ধারণ সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ৫ জানুয়ারি যে আদেশ প্রদান করেছেন, তার পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আদালতের নির্দেশনা ও আইনগত জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাবনা জেলার এই দুই আসনে ভোটগ্রহণসহ সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির এই সিদ্ধান্তে পাবনা-১ ও পাবনা-২ আসনের প্রার্থী, রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলেও, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচন বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত