প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৮:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৬:২৭ পি.এম
প্রধান বিচারপতির সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ সোমবার
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সোমবার (১২ জানুয়ারি) সাক্ষাৎ করবেন ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস।রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন এ কথা জানান ইইউয়ের নির্বাচন পর্যবেক্ষণ প্রধান।
ইয়ার ইয়াবস বলেন, (সোমবার) সকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে।
গত বৃহস্পতিবার ঢাকায় আসেন ইইউয়ের নির্বাচন পর্যবেক্ষণ প্রধান ইয়ার ইয়াবস। এরই মধ্যে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত