ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক সালমান গোলদারকে (৩০) আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের ভোলা বেইস ও পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কালীবাড়ি রোড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সালমান গোলদারকে আটক করা হয়।
আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড আরও জানায়, দেশজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত