চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের আলী (৫৮) নামে এক বাংলাদেশি পথচারী নিহত হয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের আলী সোনামসজিদ ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের কালু মিয়ার ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে আব্দুল কাদের আলী স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ভারতীয় ট্রাকটি স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে অভিযুক্ত ট্রাকচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত