যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেটের বাসিন্দা নিয়াজ উদ্দিন জায়গিরদার তিনজন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিনজন যুবক এবং একজন ট্যাক্সিচালক রয়েছেন। তারা হলেন—মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮), ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯) এবং ট্যাক্সিচালক মাসরব আলী (৫৪)। তবে ট্যাক্সিচালক মাসরব আলী বাংলাদেশি কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনার ভিডিও ধারণ করে তারা পুলিশকে সরবরাহ করেছেন। নিহতদের পরিবারকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় কমিউনিটি নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে তারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত