রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীবকে আটক করেছে মতিহার থানা পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে অফিস শেষে বাসায় ফেরার পথে নগরীর বিনোদপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন এবং বর্তমানে তিনি রাজশাহী নগরীর ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
এর আগে, রোববার (১১ জানুয়ারি) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সেকশন অফিসার হানিফ মো. পলাশকে আটক করে পুলিশ। বেলা ৩টার দিকে অফিস শেষ করে বাড়ি ফেরার সময় নগরীর মেহেরচন্ডি কড়াইতলা মোড়ে স্থানীয় কিছু লোক তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
ওসি আবুল কালাম আজাদ আরও জানান, হানিফ মো. পলাশ রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধেও ২০২৪ সালের ৫ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। স্থানীয় জনগণ তাকে শনাক্ত করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক হানিফ মো. পলাশ রাজশাহী-৩ আসনের আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত। আটক দুজনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত