আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে প্রথমবারের নারী ভোটারদের সচেতন করতে বিশেষ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমটি মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী মহিলা কলেজের অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, গণভোট ও নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে তরুণ ও প্রথমবারের ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গণভোটের প্রসঙ্গ তুলে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরিবর্তনের চাবিকাঠি এখন আপনাদের হাতেই। জুলাই আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আশপাশের মানুষদের মধ্যেও এই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ এবং রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সারোয়ার জাহান। তারা তাঁদের বক্তব্যে নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গুজব থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পরামর্শ দেন।
প্রচারণা অনুষ্ঠানে রাজশাহী মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত