রাজধানীর উত্তর বাড্ডায় চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি নির্মাণাধীন ভবনে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি নির্বাচনী কার্যালয়ে গুলি করা হয়েছে।
এই খবরের ভিত্তিতে বাড্ডা থানা পুলিশ দ্রুত আফতাবনগরে অবস্থিত এনসিপির কার্যালয়ে পৌঁছে তল্লাশি চালায়। পরে পুলিশ নিশ্চিত করে, সেখানে কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টরা জানান, উত্তর বাড্ডায় যেখানে গুলি ছোড়া হয়েছে, সেখানে একসময় এনসিপির একটি কার্যালয় ছিল, যা বর্তমানে সেখানে নেই।
পুলিশের তথ্য অনুযায়ী, ‘রয়েল মিশন বিল্ডার্স’ নামের একটি আবাসন প্রতিষ্ঠান উত্তর বাড্ডা এলাকায় একটি বহুতল ভবন নির্মাণের কাজ করছে। মঙ্গলবার দুপুরে ৫ থেকে ৬ জন ব্যক্তি ওই নির্মাণস্থলে গিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের খোঁজ করেন। তাকে না পেয়ে তারা কর্মচারীদের হুমকি দেয় এবং জানায়, তাদের দাবিকৃত অর্থ যেন দ্রুত পরিচালকের কাছে পৌঁছে দেওয়া হয়। ঘটনাটি পরিচালকের কাছে জানাতে বলে দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় দুই রাউন্ড গুলি ছোড়ে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসীরুল আমীন জানান, রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত