শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাস মেয়াদি বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন পুলিশ ইউনিট ও জেলায় পদায়ন করা হয়েছে। এর আগে তারা রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল (পিআরবি) ভলিউম-১ এর প্রবিধান ৭৯০ অনুযায়ী এই বাস্তব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সম্মতিও গ্রহণ করা হয়েছে।
বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবে যেসব ইউনিট ও জেলায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সংযুক্ত করা হয়েছে, তারা সেখান থেকেই নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এ ছাড়া আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত