বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানান।
মন্ত্রণালয় জানায়, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির পুরো প্রক্রিয়া সফটওয়্যারনির্ভর ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে। এতে ম্যানুয়ালি মূল্যায়নের কোনো সুযোগ নেই। ফলে কেউ যদি ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের প্রলোভন দেখায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে গত ৭ জানুয়ারি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘এমপিও নীতিমালা–২০২৫’ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনলাইনে আবেদন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গ্রেডিং করে তালিকা প্রস্তুত করা হবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের মানবিক হস্তক্ষেপের সুযোগ না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত