দেখতে দেখতে মুসলিম উম্মাহর সিয়াম ও সাধনার পবিত্র রমজান মাস আবারও নিকটবর্তী হয়ে এসেছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ১৯ তারিখের মধ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য হিসেবে রমজানের প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি, তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। সে ক্ষেত্রে পরদিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। তবে হিজরি মাস গণনা চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় রমজান ২৯ অথবা ৩০ দিনেরও হতে পারে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী বর্তমানে রজব মাস চলছে। সাধারণত হিজরি মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক দিনের মধ্যেই পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত