ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে দুদকের প্রধান কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে তার বক্তব্য নেওয়া হয়।
দুদক সূত্র জানায়, জুলাই আন্দোলনের পর সৃষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেপ্তার হওয়া ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে এই জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে, গত ৭ জানুয়ারি আদালত আতিকুল ইসলামের স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থের অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে। এসব অভিযোগে আতিকুল ইসলামসহ সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখছে দুদক। পাশাপাশি, তার ও পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং কানাডা ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্যও অনুসন্ধানে রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত