ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার রামসিংহপুর গ্রামের হাজী মফিজ উদ্দিনের ছেলে।
ধোবাউড়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী প্রচার কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে নেতাকর্মীরা চলে গেলে সন্ধ্যার দিকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা ওই অফিস বন্ধ করার জন্য চাপ দেন।
এ সময় নজরুল ইসলাম অফিস বন্ধ করতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রাতে নজরুল ইসলামের হত্যার বিচারের দাবিতে তার লাশ নিয়ে এরশাদ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন রুবেল সমর্থিত নেতাকর্মীরা। মিছিলটি পরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কিছু সময় ধরে বিক্ষোভ চলতে থাকে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানান তারা।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত