যশোরের মনিরামপুরে প্রতিবেশীর মারধরের ঘটনায় একটি পোষা বিড়াল মারা গেছে এবং অপর একটি গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় শনিবার (১৭ জানুয়ারি) নিহত ও আহত বিড়ালের মালিক মো. জিল্লুর রহমান মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুরে জিল্লুর রহমানের দুটি পোষা বিড়াল ভুলক্রমে প্রতিবেশী মো. হিরা মিঞার বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হিরা মিঞা লাঠি দিয়ে বিড়াল দুটিকে এলোপাতাড়ি মারধর করেন। এতে উভয় বিড়ালই গুরুতরভাবে আহত হয়।
পরদিন শনিবার আহত বিড়াল দুটিকে চিকিৎসার জন্য মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়ার পথে একটি বিড়ালের মৃত্যু হয়। অপর বিড়ালটির সামনের দাঁত ভেঙে যায় এবং একটি চোখ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, আহত বিড়ালটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। প্রাথমিকভাবে মোবাইল ফোনে চিকিৎসা–সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য খুলনায় বিশেষায়িত পশু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত