চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় চালানো এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মাদকসদৃশ সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে ৫৯ বিজিবির অধীন চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার-১৮৩ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিওইন) এবং ৩০ বোতল ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপ উদ্ধার করা হয়।
টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা মাদকদ্রব্য ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, গত দুই মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় দুই হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ এবং ২১ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে, যা সীমান্তে মাদকবিরোধী অভিযানে তাদের সক্রিয়তার প্রমাণ দেয়।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত