দেশকে মাদকমুক্ত রাখতে র্যাবের চলমান অভিযানে আরেকটি বড় সাফল্য এসেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিজ বসতবাড়িকে মাদক মজুদের নিরাপদ গোপনাগার বানিয়ে ভয়ংকর হেরোইনের কারবার চালানো এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ রাজশাহী সদর দপ্তরের সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের সদস্যরা । অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩.১ কেজি হেরোইন।
র্যাব এক প্রেসনোটের মাধ্যমে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৌশলে হেরোইন সংরক্ষণ ও সরবরাহ করে আসছিল। তার বাড়ির ভেতরে আলাদাভাবে লুকিয়ে রাখা তিনটি সাদা পলিথিন প্যাকেটে পাওয়া যায় বিপুল পরিমাণ মাদক। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান । র্যাব সূত্রে আরও জানা গেছে, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মালবাড়িয়া সোনাপট্টি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রেপ্তার করা হয় ওই এলাকার বাসিন্দা এরবান আলী (৫৫)-কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে-হেরোইন বিক্রির উদ্দেশ্যেই দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে মাদক মজুদ করে রাখত।
মাদক: একটি পরিবার নয়, ধ্বংস করে পুরো সমাজ বিশেষজ্ঞরা বলছেন, হেরোইনের মতো মাদক শুধু একজন ব্যক্তিকে নয়-ধ্বংস করে দেয় একটি পরিবার, একটি প্রজন্ম এবং পুরো সমাজকে। মাদকাসক্তি বাড়ায়- তরুণদের নৈতিক ও মানসিক অবক্ষয় চুরি, ছিনতাই ও সহিংস অপরাধ, পারিবারিক ভাঙন ও অর্থনৈতিক বিপর্যয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি, একটি মাদকচক্র মানেই অসংখ্য তরুণের অন্ধকার ভবিষ্যৎ। তাই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এখন সময়ের দাবি। র্যাবের দৃঢ় অঙ্গীকার র্যাব-৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত