নাটোর শহরের বিভিন্ন এলাকায় নামী ব্র্যান্ডের সাইনবোর্ড ব্যবহার করে নন-ব্র্যান্ড ও নিম্নমানের জুতো উচ্চ মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে। বিশেষ করে ‘এক দরে জুতো বিক্রি’ নামের দোকানগুলোতে সাধারণ ক্রেতারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি এমন প্রতারণার শিকার হয়েছেন নাটোর শহরের বাসিন্দা আলমগীর হোসেন। তিনি জানান, শহরের নিচাবাজার এলাকার সায়াবানি হল রোডে অবস্থিত একটি জুতোর দোকানে ঝুলানো ‘আফজাল সুজ’ ব্র্যান্ডের সাইনবোর্ড দেখে তিনি সেখানে প্রবেশ করেন। তবে দোকানের ভেতরে পরিবেশক হিসেবে ‘জাহিন সুজ’ লেখা থাকলেও বিক্রিত জুতোর মান ছিল অত্যন্ত নিম্নমানের।
ভুক্তভোগী আলমগীর হোসেন বলেন, তিনি ওই দোকান থেকে এক দরে ১ হাজার ২০০ টাকা মূল্যে এক জোড়া জুতো কিনেছিলেন। কিন্তু ব্যবহারের মাত্র একদিনের মধ্যেই জুতোটির বিভিন্ন অংশ নষ্ট হয়ে যায়। পরে জুতোটি নিয়ে দোকানে গেলে কর্তৃপক্ষ দায় স্বীকার না করে জানায়, পণ্যটির কোনো গ্যারান্টি নেই।
এ বিষয়ে আলমগীর হোসেন অভিযোগ করে বলেন,
“নামি ব্র্যান্ডের সাইনবোর্ড ব্যবহার করে সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছে। এক দরে জুতো বিক্রির কথা বলে নিম্নমানের পণ্য বেশি দামে বিক্রি করা হচ্ছে, যা সরাসরি প্রতারণা।”
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের ভুয়া ব্র্যান্ডিং ও ক্রেতা প্রতারণা বন্ধে প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত নজরদারি জরুরি। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত