প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১:৪৫ পি.এম
নাটোরে থানার সামনে কাভার ভ্যানের চাপায়,ভ্যান চালক নিহত- আটক ২
নাটোরের নলডাঙ্গা থানার সামনে সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক মোঃ আইয়ুব আলী(৪৬) নিহত হয়েছেন। আইয়ুব আলী নলডাঙ্গা পৌরসভার ৯নং ওর্য়াডের মৃত দুখাই আলীর ছেলে।
মঙ্গলবার(২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ড্রাইভার ও ম্যানেজারকে আটক করেছে,নলডাঙ্গা থানা পুলিশ।
নলডাঙ্গা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,
বিকাল সাড়ে ৫টার দিকে নলডাঙ্গা থানার সামনে একটি রাহুল কোম্পানির কাভার ভ্যান বগুড়া থেকে নলডাঙ্গা বাজারে মালামাল নিয়ে আসে। নলডাঙ্গা থানার সামনে ভ্যানচালক অবস্থান করছিলেন। সে সময় কার্ভাড ভ্যানটি ভ্যানচালক আইয়ুব আলীকে চাপা দেয় ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হয়।
এই ঘটনায়,কাভার ভ্যান জব্দ এবং কাভার ভ্যানের ড্রাইভার বগুড়ার চাটমহা হরিপুরের মৃত ক্ষিতীশ চন্দ্র দাসের ছেলে শ্রী সঞ্জীব চন্দ্র দাস(৩৫) ও কাভার ভ্যানের ম্যানেজার,বগুড়ার ঘোলা গাড়ির আপেল মন্ডলের ছেলে মোঃ তৌহিদ মন্ডল (২০) কে আটক করেছে,নলডাঙ্গা থানা পুলিশ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি মোঃ নুরে আলম জানান,আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত