গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে কমিউনিটি ব্রডকাস্ট কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ বেতার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বেতার রাজশাহীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান।
‘গণভোট ও নির্বাচনে ভোটার সচেতনতায় বাংলাদেশ বেতারের কমিউনিটি ব্রডকাস্ট’ শীর্ষক এই অনুষ্ঠান বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজশাহী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভোটকেন্দ্রে উপস্থিতি, সঠিকভাবে ভোট প্রদান এবং গণভোটে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, গণভোটের মাধ্যমে দেশের জনগণ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পাচ্ছে। ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, এই ভোট বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে অগ্রসর হওয়ার সুযোগ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার ও সহিংস রাজনীতির অবসান ঘটিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দিতে গণভোট একটি কার্যকর পদক্ষেপ। জনগণের হাতেই দেশের ভবিষ্যৎ—এই ভবিষ্যৎ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান। তারা বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন ভোটারই সবচেয়ে বড় শক্তি।
বক্তারা আরও বলেন, নির্বাচন ও গণভোটকালীন সময়ে সঠিক তথ্য প্রচার, গুজব প্রতিরোধ এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গ্রাম থেকে শহর—সবখানে বেতারের বিস্তৃত শ্রোতা পরিসর নির্বাচনী বার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে সহায়ক হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও জনস্বার্থে বাংলাদেশ বেতারের কমিউনিটি ব্রডকাস্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত