লক্ষ্মীপুরের রায়পুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী এক যুবকের একটি পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর আরোহী গুরুতর আহত হন।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নির্মানাধীন মডেল মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর অতিরিক্ত গতিতে আসা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন হলেন রায়পুর উপজেলার ৪ নম্বর চর আবাবিল ইউনিয়নের পালোয়ান বাড়ির বাসিন্দা সালাউদ্দিনের ছেলে তাহসিন (২২)। তিনি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সন্তান। দুর্ঘটনার পর তার একটি পা বিচ্ছিন্ন অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা যায়। অপর আহত আরোহীর নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নন্দীঘাট মডেল মসজিদের সামনের সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কার্যকর সংস্কার না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত