আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ২৯৮টি নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দ শেষ হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের বিভিন্ন আসনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা মোট ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংখ্যা নির্বাচন কমিশনকে অবহিত করবেন এবং ফরম-৫ পূরণ করে পাঠাবেন। এসব তথ্যের ভিত্তিতে ব্যালট পেপার ছাপানোর কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার থেকেই ব্যালট পেপার মুদ্রণের কাজ শুরু হতে পারে। একই সঙ্গে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় আগামীকাল থেকেই প্রার্থীরা প্রচার-প্রচারণায় নামতে পারবেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত তারিখের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচার শুরু করা যাবে এবং ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে। ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী এই নির্দেশনা কার্যকর থাকবে।
ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ২৯৮টি আসনে (পাবনা-১ ও পাবনা-২ বাদে) মোট ১ হাজার ৯৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০টি আসনে মোট ২ হাজার ৫৮০টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৫ জনের মনোনয়ন বাতিল হয়। পরে বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন প্রার্থী আপিল করেন, যার মধ্যে ৪৩৭ জন আপিলে প্রার্থিতা ফিরে পান।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সারা দেশে মোট ৩০৫ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত