প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১২:৫৯ এ.এম
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে ফিতা কেটে মোবারকপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কার্যালয়ের উদ্বোধন করে প্রচারণা শুরু করেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। এ সময় তিনি বলেন, ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন। পরে টিকোরী বাজারসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত