জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই রাজশাহীতে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। প্রতীক বরাদ্দের পর বুধবার দিবাগত রাত থেকেই নগরীর ছয়টি সংসদীয় এলাকা বিভিন্ন প্রার্থীর কাপড়ের পোস্টার ও ব্যানারে ভরে ওঠে। বৃহস্পতিবার সকাল হতেই প্রার্থীরা সরাসরি ভোটারদের সঙ্গে গণসংযোগে নামেন।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও মহানগর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর নির্বাচনী প্রচারণা শুরু করেন। সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে শুরু হওয়া এ প্রচারণায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং এলাকাবাসীর দোয়া কামনা করেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এখনো পুরোপুরি সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত হয়নি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনের আরও দৃঢ় ভূমিকা প্রয়োজন। তিনি বলেন, মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহ থাকলেও একটি নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে শঙ্কা রয়েছে। দোয়া মাহফিলের নামে প্রচারণার সুযোগ পাওয়ার বিষয়টি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
প্রচারণাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারসহ মহানগর ও থানার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এদিকে একই দিন বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় আয়োজিত এক ভোটার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। নগরীর ১ নম্বর ওয়ার্ড মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহিলা জামায়াতের অঞ্চল পরিচালিকা সাবরিনা শারমিন বনি। সভাপতিত্ব করেন নগর মহিলা জামায়াতের সেক্রেটারি শাহিনা খাতুন।
সমাবেশে বক্তারা আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং সংসদ নির্বাচনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত