লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় জাতীয় নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা মো. শাহজাহান এবং জামায়াতে ইসলামীর কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত ও অর্থ সম্পাদক সোহাগ হোসেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে ভবানীগঞ্জ এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা আলাদাভাবে নির্বাচনী ফেস্টুন লাগাচ্ছিলেন। এ সময় ফেস্টুন লাগানো নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে রূপ নেয়।
আহত জামায়াত কর্মী ফিরোজ আলম অভিযোগ করে বলেন, তারা ফেস্টুন লাগাতে গেলে বিএনপি কর্মীরা বাধা দেন এবং পরে তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে বিএনপি নেতা হাছিবুর রহমান বলেন, জামায়াত কর্মীরা তাদের বাড়ির সামনে ফেস্টুন লাগাতে গেলে অনুরোধ করা সত্ত্বেও না মানায় সংঘর্ষের সূত্রপাত হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও গত ১৫ জানুয়ারি একই এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছিলেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত