
চাঁপাইনবাবগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম বিষয়ক এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নির্বাচনী প্রস্তুতি, নিরাপত্তা ও ভোটার সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “এবার একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে-জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ফলে ভোটারদের জন্য বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরা জরুরি।” তিনি বলেন, যারা পড়তে ও লিখতে পারেন না, তারা যেমন সংসদ নির্বাচনে প্রতীক দেখে ভোট দেন, ঠিক একইভাবে গণভোটেও প্রতীকের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পাশে থাকবে টিক চিহ্ন এবং ‘না’ ভোটের পাশে থাকবে ক্রস চিহ্ন—এই প্রতীকগুলোই ভোটারদের জন্য চূড়ান্ত নির্দেশক হিসেবে কাজ করবে।
বিভাগীয় কমিশনার আরও বলেন, গণভোট ও নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সেজন্য জেলা প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর এবং মাঠ প্রশাসন সমন্বিতভাবে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। মাইকিং, লিফলেট বিতরণ, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সকল শ্রেণি-পেশার মানুষকে ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে অবহিত করা হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।” তিনি সকল দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, “নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা বরদাশত করা হবে না। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।”
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, নির্বিঘ্ন ভোটগ্রহণ, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন এবং ভোটার উপস্থিতি বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক 


















