
নাটোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও ওই আসনের বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মোছা. মৌসুফা তানিয়া এ নোটিশ জারি করেন।
বিষয়টি নিশ্চিত করে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে আচরণবিধি ভঙ্গের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট বিচারিক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, আনোয়ারুল ইসলাম আনু প্রতীক বরাদ্দের আগেই বিভিন্ন স্থানে পোস্টার ও হ্যান্ডবিল বিতরণসহ নির্বাচনি প্রচারণায় অংশ নেন। পাশাপাশি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রচারণার তথ্য পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার পরিপন্থী বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
নোটিশে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে সিভিল জজ আদালতে লিখিত ব্যাখ্যা বা বক্তব্য দাখিল করতে হবে। নির্ধারিত সময়ে জবাব না দিলে তার বক্তব্য ছাড়াই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অনুসন্ধান ও বিচারিক কমিটি শোকজ দিয়েছে। আচরণবিধি প্রতিপালনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়ম ভঙ্গ করলে যে কোনো প্রার্থীর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”
শোকজ প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেন, “আমি নোটিশের কপি পেয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দেব। আমার দ্বারা আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় নেই।” তিনি আরও বলেন, “একজন স্বতন্ত্র প্রার্থী পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি এখনো বিএনপির পরিচয় দাবি করছেন, যা ভিত্তিহীন।”
সাজেদুর রহমান,নাটোর 


















